"কুইজগিরি একটি কুইজ অ্যাপ যেখানে আপনার পছন্দের বিষয় সিলেক্ট করে সেই অনুযায়ী কুইজ খেলতে পারবেন, প্রায় সব ধরণের বিষয় রয়েছে এই অ্যাপে। এটি একটি রিয়েল-টাইম গেম তাই একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে উত্তর দিতে হবে"
গুগল প্লে স্টোর' এবং "অ্যাপল অ্যাপ স্টোর" থেকে কুইজগিরি অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
কুইজ খেলার নিয়মাবলী: ১. কুইজগীরী অ্যাপে প্রবেশ করার পর 'Categories' থেকে আপনার পছন্দমতো যেকোনো 'Topic' সিলেক্ট করে কুইজ খেলা শুরু করে দিন। ২. প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য ৫ পয়েন্ট করে যোগ হবে। ৩. একটি প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পর পুনরায় সেই প্রশ্নের উত্তর দিলে কোনো পয়েন্ট যোগ হবে না। ৪. নির্ধারিত পয়েন্ট পর পর লেভেল‌ বাড়বে এবং আপনার একাউন্টে বাড়তি 'coin' যোগ হবে। ৫. কোন প্রশ্নের উত্তর দিতে ভূল করলে 'use coin' এ ক্লিক করে 'coin' ব্যবহার করে অথবা 'watch a video' তে ক্লিক করে ভিডিও দেখে পুনরায়‌ প্রশ্নটির উত্তর দেয়ার সুযোগ পাবেন। ৬. 'Spin now' এ ক্লিক করে প্রতিদিন একবার ফ্রি 'coin' অথবা 'gems' জিততে পারবেন। এছাড়া 'watch ad' এ ক্লিক করে একাধিকবার spin করে 'coin' অথবা 'gems' জিততে পারবেন। ৭. 'Store' এ ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী 'coin' অথবা 'gems' কিনে কুইজ খেলায় ব্যবহার করতে পারবেন। ৮. বন্ধুদের 'challenge' করে 'coin' জিতে নিতে পারেন যা পরবর্তীতে কুইজ খেলায় ব্যবহার করতে পারবেন। ৯. কোন প্রশ্নে‌ বা উত্তরের অপশনে ভুল থাকলে 'report' এ ক্লিক করে রিপোর্ট করতে পারবেন।
আমাদের অ্যাপে বিভিন্ন বিষয় এ কুইজ খেলে আপনি স্কোর করতে পারবেন
প্রতিদিন সর্বোচ্চ স্কোর করে জিতে নিন মোবাইল রিচার্জ। এছাড়া টুর্নামেন্ট, উইকলি টাস্ক, লাইভ কুইজ খেলে জিতে নিন মোবাইল, ল্যাপটপসহ আকর্ষণীয় সব পুরস্কার!
কুইজগিরি অ্যাপে ৪ টি আকর্ষণীয় ফিচার রয়েছে ১. Weekly Quiz 2. Tournament 3. Challenge Room 4. Mega Quiz
যেকোনো ধরণের আপডেট এর জন্য আমাদের ফেইসবুক পেজ এবং অফিসিয়াল গ্রুপ এ চোখ রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
টুর্নামেন্ট চলাকালীন সময় কুইজগিরি অ্যাপের হোম স্ক্রিনে দেখতে পারবেন। টুর্নামেন্ট এর অন্যান্য নিয়মাবলী এবং সময়কাল আমাদের ফেইসবুক পেজ এবং অফিসিয়াল গ্রুপ এ জানিয়ে দেয়া হবে।
টুর্নামেন্ট আমাদের অ্যাপের একটি স্পেশাল ফিচার যেখানে ইউজাররা টুর্নামেন্ট খেলে জিতে নিতে পারেন মোবাইল, ল্যাপটপসহ আকর্ষণীয় সব পুরস্কার। টুর্নামেন্টের প্রশ্নগুলি কোনও নির্দিষ্ট টপিক অথবা ক্যাটাগরির উপর হয়ে থাকে। সব থেকে কম সময়ে সব থেকে বেশি স্কোরের উপর ভিত্তি করে লিডারবোর্ড তৈরী হয়ে থাকে।
টুর্নামেন্টগুলির শীর্ষস্থানীয় স্কোরারদের পুরস্কৃত করা হবে।
অ্যাপটিতে অনেকগুলো চ্যালেঞ্জ রুম রয়েছে যেখানে ইউজাররা তাদের কয়েন ব্যবহার করে রুমে ঢুকে চ্যালেঞ্জ খেলতে পারবেন। ইউজারদের লেভেল এবং স্কোর এর উপর ভিত্তি করে তাদের জন্যে উপযুক্ত প্রতিযোগীকে খুঁজে দেয়া হয় চ্যালেঞ্জ খেলার জন্যে।